Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাট-বাজার

এই অঞ্চলের এককালের বড় বাজার ছিল রুহিতখালি দেওয়াঞ্জী বাজার । কিন্তু কালপরিক্রমায় দেওয়াঞ্জী বাজার আজ মৃত প্রায় । জমিদারদের জমিদারি প্রথা রহিত হওয়ার পর হতে পাশ্বর্বর্তী ইউনিয়ন দত্তপাড়া সে স্থান দখল করে নেয় । এছাড়া ছোবহানপুর বাজার ইউনিয়নের পশ্চিমাঞ্চলের বাজারের একমাত্র মাধ্যম । তাছাড়া শাহাপুর ইউনিয়নের সোমপাড়া বাজার রামনারায়নপুর বাজার হিসেবে বিবেচিত হয়ে আসছে । পূর্বাঞ্চলের মানুষের বাজার হচ্ছে খিলপাড়া ইউনিয়নের মল্লিকা দিঘীর পাড় ও খিলপাড়া বাজার ।